সিরাজগঞ্জের শাহজাদপুর ও টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল টাকা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো-সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের মৃত হায়দার আলী মোঃ উজ্জল হোসেন (৩৬), টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার পাঠানদহ গ্রামের মোঃ নাজমুল হোসেনের স্ত্রী মোছাঃ বিলকিছ আক্তার (৩২), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে মোঃ বুলবুল হোসেন (৩৬) ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের আতাহারী গ্রামের মৃত আকবর আলীর স্ত্রী মোছাঃ সাহারা বেগম (৫২)।
র্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার মোঃ আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২ টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দাঁড়িয়াপুর গ্রামে অভিযান চালিয়ে উজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ টাকার ২০৬ টি জাল নোট উদ্ধারসহ ২টি মোবাইল জব্দ করা হয়। একইদিন রাত পৌণে ১২টার দিকে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার রাজাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে দুই নারীসহ অপর ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২৬৪ গ্রাম হেরোইন ও নগদ ৬ হাজার ৯’শ টাকা উদ্ধারসহ ২টি মোবাইল জব্দ করা হয়। তারা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ জাল টাকা ও নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।