সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউপি’র সাবেক সদস্য রিপন তালুকদার (৪২) ছেলেসহ নিখোঁজের পরদিন রিপন তালুকদারের ও একদিন পর ছেলে আশিক বাবু (১৩) লাশ যমুনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত রিপন তালুকদার চরগিরিশ ইউনিয়নের সিন্দুর আটা গ্রামের মোঃ শহীদ তালুকদারের ছেলে ও চরগিরিশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (৩০ এপ্রিল) রিপন তালুকদার ছেলেকে সাথে নিয়ে শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রি দোরতা গ্রামে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর বাড়ির অদূরে একটি ছোট ক্যানেল হেঁটেই পার হয়ে রিপন স্ত্রীকে ফোন দিয়ে তার চাচা শ্বশুড়কে নৌকা নিয়ে বড় নদী পার হওয়ার জন্য ঘাটে আসতে বলেন। স্বজনরা ওইদিন সন্ধ্যার পর থেকেই রিপনের ফোন বন্ধ পায় এবং ঘাটে এসে তাদের জুতো ও সঙ্গে নেয়া অন্যান্য জিনিসপত্র নদীতে ভাসতে দেখে তারা। এ ঘটনার পরদিন গত সোমবার সন্ধ্যায় চরগিরিশ ইউনিয়নের বারজান এলাকায় যমুনা নদী থেকে রিপন তালুকদারের ভাসমান লাশ উদ্ধার করা হয়।
এর পরদিন মঙ্গলবার সকালে ভেটুয়া দক্ষিণ ঘাট এলাকায় তার ছেলে আশিকের লাশ ভেসে ওঠে। পুলিশ লাশ দুটি উদ্ধারের পর মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি হত্যাকান্ড কিনা সেটি ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর জানা যাবে বলে জানান তিনি। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে রিপনের স্ত্রীর সাথে দ্বন্দ্বের জের ধরে শ্বশুরবাড়ির লোকজন পিতা-পুত্রকে হত্যার পর যমুনা নদীতে ফেলে দিয়েছে বলে রিপন তালুকদারের ভাই শিপন তালুকদারসহ স্বজনরা এটিকে হত্যাকান্ড হিসেবে অভিযোগ করেছেন।