Top

সূচকের মিশ্রাবস্থায় সপ্তাহজুড়ে কমেছে লেনদেন

০৬ মে, ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ
সূচকের মিশ্রাবস্থায় সপ্তাহজুড়ে কমেছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক :

বিদায়ী সপ্তাহে সূচকের মিশ্রাবস্থায় টাকার পরিমাণে লেনদেন কমেছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। তবে সপ্তাহটিতে  ২৫৯ কোটি ৮১ লাখ টাকা বাজার মূলধন বেড়েছে।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৬ হাজার ৫৭ কোটি ৬৯ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৩১৭ কোটি ৫০ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন  ২৫৯ কোটি ৮১ লাখ টাকা টাকা বেড়েছে।

বিদায়ী সপ্তাহের ৩ কার্যদিবসে ডিএসইতে  ২ হাজার ৪০৮ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ৯৯৮ কোটি ৭০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১৫৯০ কোটি ৩৫ লাখ টাকা কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে  এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৭ পয়েন্টে এবং ২ হাজার ২০৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮১টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৯টির , কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩১টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৬ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৩২ কোটি ৬৩ লাখ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে ৬ কোটি ৭ লাখ টাকা টাকার।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৮১ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫২টির দর বেড়েছে, ৫৫টির দর কমেছে এবং ১৫৮ টির দর অপরিবর্তিত রয়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার