নড়াইল ডিবি পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর হতে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। গত ৮ মে কালিয়া থানাধীন খড়রিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মঞ্জুর মোর্শেদ সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের নিকট থেকে নগদ ৭,০৩০ টাকা, ১০৪ খানা তাস ও জুয়ার আসরে বসার কাজে ব্যবহৃত একটি পলিথিন জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন- সবুজ মিনা (২৫), শরিফুল ইসলাম (৩৫), মির্জাল শেখ (২৮) এবং আজিম শেখ (৪৪)। সকলেই কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের বাসিন্দা। এ সংক্রান্তে কালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নড়াইল জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জুয়ামুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।