সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন কেবলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ২৩৪ বারে ৮০ লাখ ৫২ হাজার ৮৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৬ কোটি ৭৮লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ । কোম্পানিটি ৫ হাজার ৩৯০ বারে ৮৬ লাখ ৭৪ হাজার ২৪৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩২ কোটি ৭৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্টিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৭১০ বারে ৮৩ লাখ ৮ হাজার ৬৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৯৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ইনটেক লিমিটেডের ৮.৮১ শতাংশ, সি পার্ল হোটেলের ৮.৭১ শতাংশ, আরামিট সিমেন্টের ৮.২২ শতাংশ, এডিএন টেলিকমের ৬.৯১ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্টিজের ৬.২১ শতাংশ, জিবিবি পাওয়ারের ৫.৮৪ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫.৭৮ শতাংশ দর বেড়েছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস