Top

সাইক্লোন সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন

১৪ মে, ২০২৩ ১২:৩০ অপরাহ্ণ
সাইক্লোন সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন
নড়াইল জেলা প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদী পাড়ের বাসিন্দাদের ঘূর্ণিঝড় ও বন্যায় আশ্রয় দেওয়ার জন্য সাইক্লোন সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মোঃ সাইফুর রহমান মোল্ল্যা গং দের দানকৃত সম্পত্তিতে ৪ কোটি টাকা ব্যয়ে সাইক্লোন সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের সভাপতি এসএম মহসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী, জেলা শিক্ষা অফিসার মোঃ হায়দার আলী, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জমান,ইউপি সদস্য মো ইমদাদ মল্লিক প্রমুখ।

সূত্রে জানা গেছে, সাইক্লোন সেন্টারটি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের ৪ কোটি টাকায় চারতলা ভবনের ফাউন্ডেশনে প্রথমবারে ৩লা সম্পন্ন হবে। মেহেরপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান মেহেদী হাসান ট্রেডিং কর্পোরেশন কনস্ট্রাকশন এ কাজটি সম্পন্ন করবেন বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।

শেয়ার