সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিবিবি পাওয়ার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৭৮ বারে ১৮ লাখ ৯৫ হাজার ৩১০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে সি পার্ল হোটেলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭০শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৮২৭ বারে ১১ লাখ ৯৫ হাজার ৭৩৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৩ কোটি ১৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জেমিনি সী ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৭৮ বারে ১ লাখ ৭১ হাজার ৬৪৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-হাইডেলবার্গ সিমেন্টের ৬.৯৩ শতাংশ, বাংলাদেশ ওয়েলডিংয়ের ৬.২০ শতাংশ, এ্যাপেক্স ফুডসের ৫.১৮ শতাংশ, ইমাম বাটনের ৫.০৪ শতাংশ, মুন্নু এগ্রোর ৪.৪০ শতাংশ, হাওয়েল টেক্সটাইলের ৪.৩৪ শতাংশ এবং অগ্নি সিস্টেমসের ৪.১২ শতাংশ দর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস