বিদায়ী সপ্তাহে সূচকের মিশ্রাবস্থায় টাকার পরিমাণে লেনদেন কমেছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। তবে সপ্তাহটিতে ৪ হাজার ৫৩১ কোটি ১২ লাখ টাকার বাজার মূলধন বেড়েছে।
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৬ হাজার ১০৬ কোটি ৭৪ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৭০ হাজার ৬৩৭ কোটি ৮৬ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৪ হাজার ৫৩১ কোটি ১২ লাখ বেড়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৬৭৯ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে হয়েছিল ৩ হাজার ৯৫৭ কোটি ৩৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৭৭ কোটি ৬৭ লাখ টাকা কমেছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক .৯৩ পয়েন্ট বেড়েমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৮ পয়েন্টে এবং ২ হাজার ১৯৫ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৯টির , কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৫টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৭২ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৭০ কোটি ৩৪ লাখ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে ২ কোটি ৬২ লাখ টাকা টাকার।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩০ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৮টির দর বেড়েছে, ৬৫টির দর কমেছে এবং ১৫৫ টির দর অপরিবর্তিত রয়েছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস