Top

কুড়িগ্রাম বিআরটিএ এর স্বচ্ছতার লক্ষ্যে ব্যাংকের বুথ উদ্বোধন

১৭ ফেব্রুয়ারি, ২০২১ ৭:১১ অপরাহ্ণ
কুড়িগ্রাম বিআরটিএ এর স্বচ্ছতার লক্ষ্যে ব্যাংকের বুথ উদ্বোধন

কুড়িগ্রাম বিআরটিএ এর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণ, দুর্নীতি বন্ধ, দালাল চক্রের দৌরাত্ব বন্ধ ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকের বুথ উদ্বোধন করা হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বুধবার ‘এনআরবিসি’ ব্যাংকের বুথ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফার সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম খবর পত্রিকার সম্পাদক ছানালাল বকসী, বিআরটিএ সহকারী পরিচালক আলতাফ হোসেন, মোটরযান পরিদর্শক মাহবুবার রহমান, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার সিরাজুল ইসলাম প্রমুখ।

কুড়িগ্রাম বিআরটিএ সহকারী পরিচালক আলতাফ হোসেন জানান, এখন থেকে এ ব্যাংকের মাধ্যমে বিআরটিএ এর সকল প্রকার যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স এর ফি, ফিটনেস, ট্যাক্র টোকেনসহ যাবতীয় ফি অনলাইনে জমা করে বৈধ রশিদ পাওয়া যাবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এ সেবা নেয়া যাবে। একই ভাবে বাংলাদেশের সকল বিআরটিএ অফিসের যেকোন ধরনের ফি কুড়িগ্রামে জমা দিয়ে রশিদ সংগ্রহের মাধ্যমে কাঙ্খিত সেবা গ্রহন করা যাবে। অন্য জেলায় টাকা বহনের ঝুকি নিতে হবে না।

দীর্ঘদিন থেকে কুড়িগ্রাম জেলার মানুষ আধুনিক ও ডিজিটাল সেবা থেকে বঞ্চিত ছিল। ব্যাংকের বুথ স্থাপনের মধ্য দিয়ে মানুষের হয়রানী ও দুর্ভোগ লাঘব হবে বলে আমরা আশা করছি।

শেয়ার