সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৮০ বারে ৭ লাখ ৪৮ হাজার ১৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে সি পার্ল হোটেলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ২৬০ বারে ৬ লাখ ১১ হাজার ৯৫৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৪৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ১১৩ বারে ৩৬ লাখ ৯ হাজার ৫৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৬ কোটি ৫৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৬.১৬ শতাংশ, ফার কেমিক্যালের ৫.৯৮ শতাংশ, জেমিনি সি ফুডের ৫.২০ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.০৯ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪.৭৬ শতাংশ, এপেক্স ফুডসের ৪.৭৪ শতাংশ এবং অগ্নি সিস্টেমসের ৪.০৩ শতাংশ শেয়ার দর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস