সুনামগঞ্জে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া সম্পৃক্তকরণ বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হলরুমে এনজিও সংস্থা প্রিপ ট্রাস্টের আয়োজনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
জামালগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা আল আজাদের সভাপতিত্বে ও প্রিপট্রাস্ট অপরাজিতা প্রকল্পের জেলা প্রোগ্রাম সমন্বয়কারী ইখতেহার হুসেন মৃদার পরিচালনায় উপস্থিত ছিলেন, ফিল্ড কো-অর্ডিনেটর মাহবুব আলম, ফিল্ড কো-অর্ডিনেটর লাভলী সরকার। ওরিয়েন্টেশন প্রোগ্রামে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক ও এটিএন টেলিভিশন এর জেলা প্রতিনিধি পঙ্কজ দে, মোহনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি, কুলেন্দু শেখর,সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক আল হেলাল, দৈনিক জালালাবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, বিজয় টেলিভিশন এর জেলা প্রতিনিধি অরুন চক্রবর্তী, দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল হাসান চৌধুরী, আর টিভি টেলিভিশন এর জেলা প্রতিনিধি শহীদনূর, এখন টেলিভিশন এর জেলা প্রতিনিধি, লিপসন আহমেদ, সুনামগঞ্জের ডাক পত্রিকার প্রতিনিধি সুলেমান মিয়া, দৈনিক গনমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক আজকালের প্রতিনিধি আমিনুল হক, ভাটির কন্ঠের সম্পাদক জাকিয়া সুলতানা, বিএমএফ টেলিভিশন এর জেলা প্রতিনিধি,মুশফিকুর রহমান স্বপন,আনন্দ টিভির জেলা প্রতিনিধি ইমরান মিয়াসহ প্রমুখ।
এছাড়াও,অপরাজিতা নারীদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক, জান্নাত মরিয়ম,জেলা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা,তাহিরপুর যুব মহিলা লীগের সভাপতি, আইরিন আক্তার, সাধারন সম্পাদক রেবা আক্তার,অপরাজিতা প্রতিমা রানী দাস,অপরাজিতা,প্রতিমা রানী দেবী, অপরাজিতা রেহেনা পারবিন, অপরাজিতা মাজেদা বেগম,সহ প্রমুখ। বক্তরা বলেন, রাষ্ট্রের প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহন আরো বাড়াতে হবে। নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়াকে আরো বেশি ভুমিকা রাখতে হবে। ২০২৫ সালের মধ্যে ন্যুনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান তারা।