Top

ভোলায় উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

২৫ মে, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ
ভোলায় উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন
ভোলা প্রতিনিধি :

ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নাজিম উদ্দিন হাওলাদার ভোট বর্জন করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তিনি নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করে এ ভোট বর্জন ঘোষনা দেন।

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার, জাল ভোট ও কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া ও প্রশাসনের পক্ষপাত আচরনের অভিযোগে তিনি ভোট বর্জন করেন। তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার, জাল ভোট ও কেন্দ্র থেকে তার এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। এসব ঘটনায় প্রশাসন তাকে কোন ধরনের সহযোগিতা করেনি।

তিনি আরো বলেন, এই অনিয়মের নির্বাচন বাতিল করে পুনরায় চরপাতা ইউনিয়নবাসীকে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপক্ষ নির্বাচন উপহার দেওয়ার অনুরোধ করেন নির্বাচন কমিশনের কাছে।

শেয়ার