সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯দশমিক ১৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২০ বারে ১৬ হাজার ৪৭৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫১০ বারে ১৪ লাখ ১ হাজার ৫৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৮২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৮৩ বারে ৬ লাখ ৫ হাজার ৬৬৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮৫ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ঢাকা ইন্স্যুরেন্সের ৫.১৬ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫.০৮ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪.২২ শতাংশ, শামপুর সুগার মিলসের ৪.১৯ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৪.০৯ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৩.৮৭ শতাংশ এবং পাইওনিয়র ইন্স্যুরেন্সের ৩.৮২ শতাংশ শেয়ারদর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস