Top

সপ্তাহজুড়ে বেড়েছে লেনদেন ও বাজার মূলধন

০৩ জুন, ২০২৩ ১১:১৭ পূর্বাহ্ণ
সপ্তাহজুড়ে বেড়েছে লেনদেন ও বাজার মূলধন
পুঁজিবাজার ডেস্ক :

বিদায়ী সপ্তাহে সূচকের উত্থানে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। তবে সপ্তাহটিতে ১ হাজার ৭২১ কোটি ৩০ লাখ টাকার বাজার মূলধন বেড়েছে।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭২ হাজার ৫৫৯ কোটি ৯৬ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৪ হাজার ২৮১ কোটি ২৬ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১ হাজার ৭২১ কোটি ৩০ লাখ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৫ হাজার ৫২১ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে হয়েছিল ৪ হাজার ৫৮৫ কোটি ৮৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৯৩৫ কোটি ৭৭ লাখ টাকা বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯  পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট  এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭৯ পয়েন্টে এবং ২ হাজার ২০১ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯২ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৮ টির , কমেছে ৮১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৩ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে  ৮১ কোটি ৮৩ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল  ৯৫ কোটি ৬৫ লাখ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে ১৩ কোটি ৮১ লাখ টাকার।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৫৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০০টির দর বেড়েছে, ৭১টির দর কমেছে এবং ১৬৫ টির দর অপরিবর্তিত রয়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার