Top

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো

০৩ জুন, ২০২৩ ১১:৪০ পূর্বাহ্ণ
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪ কোটি ৪১ লাখ ৫৯ হাজার ১৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৪ কোটি ৬৯ লাখ ৭৮ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মার ১ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৮৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১৬৮ কোটি ৯২ লাখ ৮৯ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা লাফার্জ হোলসিমের ২ কোটি ৩০ লাখ ২১ হাজার ৯০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬২ কোটি ৮৪ লাখ ৩৩ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ইউনিক হোটেলের ১৩৫ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ১২৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১২৮ কোটি ১৬ লাখ ২০ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১২২ কোটি ২৮ লাখ ৪২ হাজার টাকার, জেমিনি সী ফুডের ১১৬ কোটি ৮৭ লাখ ৯৮ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ১১৫ কোটি ৭৬ লাখ ৮ হাজার টাকার এবং সী-পার্ল হোটেলের ১০৯ কোটি ৯২ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার