সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেঙ্গল উইন্ডস্বর লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৩২ বারে ৪৬ লাখ ২৮ হাজার ৫২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ । কোম্পানিটি ৩ হাজার ৬৩৪ বারে ৪১ লাখ ৭৫ হাজার ২৩৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪২ কোটি ৭৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা মীর আখতারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৯২ বারে ১৭ লাখ ৪৯ হাজার ৩৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৩৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৭৯ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৯.৭০ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৯.৫২ শতাংশ, মেঘনা সিমেন্ট মিলসের ৯.০২ শতাংশ, ইনট্রাকো রিফিউলিংয়ের ৮.৯৩ শতাংশ, জেমিনি সি ফুডের ৭.৪৯ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ৭.৪৮ শতাংশ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ৮.৪৩ শতাংশ এবং এডিএন টেলিকমের ৮.৪০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস