Top

যশোরের চৌগাছা থেকে পরিত্যাক্ত অবস্থায় বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার

০৫ জুন, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ
যশোরের চৌগাছা থেকে পরিত্যাক্ত অবস্থায় বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার
যশোর প্রতিনিধি: :

ভারতে পাচার কালে যশোরের চৌগাছা সীমান্ত এলাকা থেকে ৩কেজি ২৩ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি। সোমবার সকাল ৯টার দিকে যশোরের চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রাম থেকে এই স্বর্ণের বার গুলো উদ্ধার করে যশোর ৪৯ বিজিবির ব্যাটালিয়নের বিশেষ টহল দল।

যার আনুমানিক বাজার মূল্য ৩কোটি ২লাখ ৩০ হাজার টাকা। কিন্তু এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্ণেল: আহমেদ জামিল হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাংলাদেশ থেকে ভারতে বিপুল পরিমান স্বর্ণ পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবির বিশেষ টহল দল যশোরের চৌগাছা উপজেলার সীমান্ত এলাকার কাবিলপুর গ্রামের ক্লিনিক মোড়ে সকাল ৯ টার দিকে অবস্থান কালে ২ জন সন্দেহ ভাজন লোককে সীমান্তের দিকে আসতে দেখে টহল দলের সন্দেহ হলে তাদের থামার সংকেত দেয়।

এসময় তারা না থেমে দৌড়ে পালাবার চেষ্টা কালে বিজিবির টহল দল তাদেরকে ধাওয়া করে ধরার চেষ্টাকরলে এক জন লোক তার পরিহিত শার্ট ছিড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে এবং অন্য জন বাংলাদেশের অভ্যন্তরে চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের দিকে দৌড়ে পলিয়ে যায়।পরবর্তীতে বিজিবির টহল দল উক্ত এলাকায় অনুসন্ধান কালে শূন্য লাইন হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় গামছায় মোড়ানো অবস্থায় একটি প্যাকেট উদ্ধার করে তল্লাশী করলে তার মধ্যে থেকে স্কস টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩কেজি ২৩ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৩কোটি ২লাখ ৩০ হাজার টাকা। এঘটনায় চৌগাছা থানায় একটি মামলা দিয়ে উদ্ধারকৃত স্বর্ণের বার গুলো যশোর কাস্টমস ট্রেজারিতে জমা করা হয়েছে বলেও জানান অধিনায়ক লে:কর্ণেল: আহমেদ জামিল হোসেন।

শেয়ার