সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লুব-রেফ বাংলাদেশ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৫৮ কোটি ৫৮ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৪৫ কোটি ৮২ লাখ ১৪ হাজার টাকার।
৪৫ কোটি ৪৫ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আইটি কনসালটান্টস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আরডি ফুড, নভানা ফার্মা, অগ্নি সিস্টেমস, অ্যাডভেন্ট ফার্মা এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস