Top

ভোলায় আগুনে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

০৬ জুন, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ণ
ভোলায় আগুনে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
ভোলা প্রতিনিধি :

ভোলার লালমোহন বাজারে আগুন লেগে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। গত সোমবার বিকেল ৩টার দিকে লালমোহন পৌরশহরের মোল্লা জামে মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ড ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, ভোলার উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে লালমোহন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় বোরহানউদ্দিন ও চরফ্যাশন থেকে আরও ২ ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে লাইব্রেরি, লেপতোষকের দোকানসহ ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় এক ফায়ারম্যানসহ দুজন আহত হওয়ার বর পাওয়া গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

এ ব্যাপারে লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার