Top

সুনামগঞ্জে মৎস্য ব্যবসায়ীদের বিক্ষোভ কর্মসূচি

০৬ জুন, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ
সুনামগঞ্জে মৎস্য ব্যবসায়ীদের বিক্ষোভ কর্মসূচি
সুনামগঞ্জ প্রতিনিধি: :

সুনামগঞ্জে প্রাচীনতম মাছের বাজারকে পরিকল্পিতভাবে উত্তেজনাপূর্ণ করে বাজারমুল্য অস্থিতিশীল করার অভিযোগ উঠেছে। এতে বাজারে এসেও মাছের দাম অতিরিক্ত হওয়ায় ক্রেতারা খালি হাতে ফিরছেন বলেও অভিযোগ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে মানববন্ধন কর্মসূচি পালন করেন মৎস্য ব্যবসায়ীরা। মৎস্য ব্যবসায়ীর সহ-সভাপতি জহুর আলী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সঞ্চালনায় বক্তব্য রাখেন,মৎস্য ব্যবসায়ী জেনুর, রাসেল, কায়েস প্রমুখ।

এসময় তারা এসব অভিযোগ তোলে ধরে বলেন, একটি মহল নিজস্ব ফায়দা হাসিলের উদ্দেশ্যে সম্প্রতি বাজারের ব্যবসায়িদের দুটি ভাগে ভাগ করে আলাদা আলাদা স্থানে সরিয়ে নিয়েছে। এতে বাজারের ইজারা দিয়ে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। আড়ত আলাদা হওয়ায় পরিবহন খরচ বেড়েছে বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা।

শেয়ার