হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামে গলায় ফাঁস দিয়ে ইদন মিয়া (৩০)নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের ধনু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে পরিবারের সবার অজান্তে নিজের বসত ঘরে তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইদন মিয়া। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ হোসেন তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ইদন মিয়া আত্মহত্যার কারণ জানা যায়নি।
মাধবপুর থানার ওসি আঃ রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।