যশোরের কেশবপুরে স্টেক হোল্ডারদের সাথে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) সদস্যদের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে পরিত্রাণের উদ্যোগে সংস্থার কার্যালয়ে সিডার অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং ওয়াই মুভস প্রকল্পের আওতায় এ মুখোমুখী সংলাপের আয়োজন করা হয়।
এনসিটিএফ’র উপজেলা শাখার সভাপতি প্রসেনজিৎ দাসের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র রফিকুল ইসলাম। সংস্থার প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর, নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক মশিউর রহমান ও কেশবপুর থানার উপপুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম।
বক্তব্য দেন এনসিটিএফ’র যশোর জেলার ভলেন্টিয়ার মীনা দাস, সংগঠনের কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশা দাস, শিশু গবেষক সোনালী দাস, জীবন দাস প্রমুখ। শিশু বক্তারা মুখোমুখী সংলাপে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও শিশু সুরক্ষা, অধিকার, এলাকার উন্নয়নে উত্থাপিত ২০২৩/২৪ বাজেট, শিক্ষা, স্বাস্থ্য, মাদক, বাল্যবিবাহ, যৌন হয়রানী, নারীর প্রতি সহিংসতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন।