Top

দর বৃদ্ধির শীর্ষে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

১১ জুন, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৬০ হাজার ২৪৭ বারে  ৪৩ লাখ ২৪ হাজার ৭৮২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৪ কোটি ২৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বঙ্গজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ । কোম্পানিটি ২ হাজার ৩৫০ বারে ৬ লাখ ১ হাজার ৮২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ২৩ লাখ টাকা।।

তালিকার ৩য় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪০২ বারে ১৩ লাখ ৩২ হাজার ২০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৩৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সি পার্ল হোটেলের ৯.৭৮ শতাংশ, মেঘনা সিমেন্ট মিলসের ৯.৫৭ শতাংশ, মুন্নু সিরামিকসের ৮.০১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭.৯৫ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৭.৭২ শতাংশ, জিকিউ বলপেনের ৭.৫৭ শতাংশ এবং নাভানা ফার্মার ৭.৩৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার