সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৯২ বারে ৬ লাখ ৫৭ হাজার ১৮৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৮৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬ হাজার ৫২৪ বারে ৪৫ লাখ ১৬ হাজার ৩৮৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৫ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫৪২ বারে ১১ লাখ ৬০ হাজার ৬৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৮.৭৩ শতাংশ, মীর আক্তারের ৭.০৯ শতাংশ, পদ্মা ইসলামী লাইফের ৬.৯৫ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৬.৪৬ শতাংশ, সিএপিএম বিডিবিএল ফান্ডের ৬.৩৮ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৬.২১ শতাংশ এবং এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ৫.৮৮ শতাংশ শেয়ার দর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস