Top

মাগুরায় সাপের দংশনে স্কুলছাত্রীর মৃত্যু

১৪ জুন, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ণ
মাগুরায় সাপের দংশনে স্কুলছাত্রীর মৃত্যু
মাগুরা প্রতিনিধি :

মাগুরা সদর উপজেলায় বড় শলই গ্রামে সাপের দংশনে স্বর্ণালী খাতুন(১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে সদর উপজেলা কুচিয়ামোড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। মাগুরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান,স্বর্ণালী খাতুন(১৫) মাগুরা সদর উপজেলা কুচিয়ামোড়া ইউনিয়নের বড়শলই গ্রামের মঞ্জুর বিশ্বাসের মেয়ে। সে চলতি বছর বড়শলই মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।

স্বর্ণালির বাবা মঞ্জুর বিশ্বাস বলেন, ‘মেয়েটা পড়াশোনায় অনেক ভালো ছিল। এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল ভালো একটা রেজাল্ট করবে আশা করেছিলাম। কিন্তু পরীক্ষার রেজাল্ট জেনে যেতে পারল না।

নিহত স্বর্ণালী খাতুনের বাবা মঞ্জুর বিশ্বাস জানান, গত সোমবার রাত সাড়ে ১১ টার দিকে ঘুমাতে যাওয়ার আগে বাড়ির পাশে কাচা টয়লেটে যায় স্বর্ণালী। টয়লেট থেকে ফিরে এসে গায়ে জ্বালা যন্ত্রণা করছে বলে তাদেরকে জানায়। এ সময় তারা স্থানীয় বড়শলই বাজারে পল্লী চিকিৎসকের কাছে তাকে নিয়ে যায়। চিকিৎসক তাকে সাপে কাটতে পারে বলে জানিয়ে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। রাতে তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত বারোটার দিকে তার মৃত্যু হয়।

মাগুরা সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক জানান, ‘রাতে সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসারত অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মাগুরা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার