Top

রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা

১৪ জুন, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ
রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা
সুনামগঞ্জ প্রতিনিধি:: :

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সুনামগঞ্জ জেলার রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১২ টায় শহীদ মুক্তিযুদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় সুনামগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়ার সভাপতিত্বে ও মারজানা ইসলামশিবনার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রিপ টাস্ট প্রকল্পের জেলা সমন্বয়কারী ইশতেহার হুসেন মৃদা। প্রকল্প বিষয়ক আলোচনা করেন, সিলেট এ্যাডভোকেসি ও নেটওয়ার্কের সমন্বয়কারী সঞ্জিত কোমার।

প্রকল্পের ধারনাপত্র পাঠ করেন, সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম ও অপরাজিতা প্রতিমা রানী। এসময়ে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শাহানা রব্বানী, সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য ফৌজিয়ারা বেগম শাম্মি, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.হায়দার চৌধুরী লিটন, জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, মহিলা দলের সাধারন সম্পাদক রিপন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনির উদ্দিন, বিএনপি নেতা সেলিম আহমেদ,সৈয়দা ফারহানা ইমা, জান্নাত মরিয়ম,পারবিন আক্তার,আছিয়া বেগম,মাজেদা আক্তার,শান্তনা বেগম,রিমা আক্তার,হেনা আক্তার, শেফালী আক্তার, জাহানারা বেগম, তানজিনা বেগম, মাহমুদা বেগম, রওশনারা বেগম, প্রতিমা রানী দাস প্রমুখ। মতবিনিময় সভা রাজনৈতিক দলের নেতাদের কাছে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিত করণ সহ গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণ নিশ্চিতকরণের দাবি তুলে ধরেন অপরাজিতা নারীরা।

শেয়ার