Top
সর্বশেষ

হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫ জুন, ২০২৩ ১১:৪৫ পূর্বাহ্ণ
হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকায় নিউ রূপালী হোটেলের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে হেরোইনসহ মোঃ রেজাউল করিম (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

গ্রেফতারকৃত রেজাউল করিম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। র‌্যাব- ১২’র লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার মোঃ আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মারুফ হোসেন পিপিএম র‌্যাব-১২’র অধিনায়কের দিক নির্দেশনায় গত বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উল্লেখিত স্থানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ১৩৮ গ্রাম হেরোইনসহ উদ্ধারসহ নগদ ৯ হাজার টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়। সে দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার