Top

দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ট্যানারি

১৫ জুন, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ট্যানারি
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স ট্যানারি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৯৫ বারে ২ লাখ ৭৩ হাজার ১১৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৩৪ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ । কোম্পানিটি ৮৭১  বারে ২৪ লাখ ১৯ হাজার ৮৩৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৯৮ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা খান ব্রাদার্স পিপির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৬৪ বারে ৩১ লাখ ৭৯ হাজার ৯৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিমটেক্সের ৬.৫৯ শতাংশ, এপেক্স স্পিনিংএর ৬.৪৪ শতাংশ, ওয়াইমেক্স ইলেকট্রোডের ৬.৪৩ শতাংশ, সমতা লেদারের ৫.৯৪ শতাংশ, আমরা নেটওর্য়াকের ৪.৩৫ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩.৯৭ শতাংশ এবং জেনেক্স ইনফোসিসের ৩.৮৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার