সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বঙ্গজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫৩ বারে ৩ লাখ ২৫ হাজার ৮৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে মুন্নু এগ্রোর শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৮৬ বারে ৪২ হাজার ২৯১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫দশমিক ২৬ শতাংশ কমেছে। ফান্ডটি ৩৮৮ বারে ৫ লাখ ৩০ হাজার ৫০২ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৬৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- স্টাইলক্রাফ্ট লিমিটেডের ৫.১৩ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫.০৯ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৪.৫৪ শতাংশ, জিকিউ বলপেনের ৪.১৫ শতাংশ, নাভানা ফার্মার ৩.৭৯ শতাংশ, ইয়াকিন পলিমারের ৩.৭০ শতাংশ এবং সি পার্ল বিচের ৩.৪২ শতাংশ শেয়ার দর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস