Top

রান্নাঘরের আগুনে পুড়ল ১০টি ঘর, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৭ জুন, ২০২৩ ১১:০৯ পূর্বাহ্ণ
রান্নাঘরের আগুনে পুড়ল ১০টি ঘর, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে দশটি ঘর পুরে ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগবি গ্রামের মৃত মেহের আলীর ছেলে মজলু রহমান, মজলু আলীর ছেলে আনিসুর রহমান, হেলাল আলী ও হাসান আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েয়ে বলে দাবি করেছেন তারা।

ক্ষতিগ্রস্থ মজলু রহমান বলেন, দুপুরে রান্নাঘরের আগুন ছড়িয়ে পড়ে বসত ঘরে। পরে ছড়িয়ে ছিটিয়ে যায় আশেপাশের দশটি টিন সেট ঘরে। এতে দুইটি মোটরসাইকেল, তিনটি ফ্রিজ, নগত অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রায় ২০-৩০ লাখ টাকার জিনিসপত্র পুড়ে ছাই গিয়েছে। এখন আমি নিঃস্ব। এমনকি ধান চাল যা ছিল সব পুড়ে গেছে।

শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও’র নির্দেশে নগদ ২০ হাজার টাকা ও শুকনো খাবার দিয়ে এসেছি। পরবর্তীতে আরও সহায়তা তাদের দেয়া হবে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজর খন্দকার আকবর আলী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শুনে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছিল। এক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আসে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১০ লাখ টাকা।

শেয়ার