Top
সর্বশেষ

দুর্ঘটনা এড়াতে শুকনো গাছের ওয়ার্ক অর্ডারে ঠিকাদার কাটছে তাজাগাছ

১৮ জুন, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ
দুর্ঘটনা এড়াতে শুকনো গাছের ওয়ার্ক অর্ডারে ঠিকাদার কাটছে তাজাগাছ
পাবনা প্রতিনিধি :

প্রাকৃতিক দুর্যোগে ঝড়ে ভেঙ্গে পড়ে দুর্ঘটনা এড়াতে মরা ও শুকনো গাছের সঙ্গে ঠিকাদার কাটছে সতেজ ও সুস্থ গাছ। এবার রাস্তা সম্প্রসারণের নামে সড়ক ও জনপথ পাবনা কার্যালয় কাটালো অর্ধশত বর্ষী দুটি বৃহৎ বটবৃক্ষ। তবে গাছ দুটো রেখে রাস্তা সম্প্রসারণ করা সম্ভব হতো বলে দাবি করে পরিবেশবিদরা। বটবৃক্ষ দুটি কাটার বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ঈশ্বরদীর স্বার্থ সংগ্রাম পরিষদ ও পরিবেশবিদরা।

গত শনিবার দুপুর থেকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের ঈশ্বরদী আলহাজ্ব ট্রাফিক মোড় ও আলোবাগ মোড়ের বৃহৎ আকৃতির বটবৃক্ষ দুটি কেটে ফেলা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, কুষ্টিয়ার মেসার্স বকুল এন্টাপ্রাইজের ব্যবস্থাপক মোঃ লিটন লোকজন লাগিয়ে বটবৃক্ষ দুটি কাটছেন। পাশেই দাঁড়িয়ে ছিলেন সড়ক ও জনপথ পাবনা অধিদপ্তরের ওয়ার্ক এসিট্যান্ট মোঃ তাজুল ইসলাম।

বটবৃক্ষ দুটি কাটার বিষয়ে মোঃ লিটন বলেন, আমরা দরপত্রের মাধ্যমে পাওয়া ঈশ্বরদী-পাবনা মহাসড়কে থাকা বড় ও মাঝারি আকারের ৫৯ টি শুকনো ও মরা রেন্টি কড়ই গাছ কাটার কাজ করছি। রাস্তার সম্প্রসারণের জন্য আলহাজ্ব ট্রাফিক মোড় ও আলোবাগ মোড়ের তেল পাম্পের নিকট থাকা দুটি বটবৃক্ষ কেটে দেওয়ার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়। আমরা সেই নির্দেশে বটবৃক্ষ দুটি কেটে দিচ্ছি।

সড়ক ও জনপথ পাবনা অধিদপ্তরের ওয়ার্ক এসিট্যান্ট মোঃ তাজুল ইসলাম বলেন, নির্বাহী প্রকৌশলী স্যারের নির্দেশে বটগাছ দুটি কাটা হচ্ছে।

ঈশ্বরদীর আলহাজ্ব ট্রাফিক মোড়ের ওষুধের দোকানি আব্দুল হামিদ, কনফেকশনারি দোকানি সেলিম আহমেদ ও চায়ের দোকানি শাহজাহান আলী বলেন, বটবৃক্ষ দুটি মোড়কে ছায়া করে রাখতো। প্রচন্ড গরমে পথচারী বিভিন্ন ধরণের মানুষ বটবৃক্ষের ছায়ায় বসে ক্লান্তি দূর করতো। কিন্তু রাস্তা সম্প্রসারণের নামে গাছ দুটি কেটে ফেলা হলো। এটা খুবই দুঃখজনক।

এদিকে গাছ রোপন, পরিচর্যা, কর্তন ও পরিচালনাকারী আরবরি কালর্চারাল রাজশাহীর এসডিই কার্যালয় সূত্রে জানায়, পাবনা – ঈশ্বরদী মহাসড়কের বহরপুর থেকে দাশুড়িয়া পর্যন্ত রাস্তার দুই পাশে বড় ও মাঝারি সাইজের অর্ধ শতাধিক শুকিয়ে গেছে। ঝড় বৃষ্টিতে শুকনো ডাল ভেঙ্গে পরিবহনের উপর পড়ে দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানির আশঙ্কা রয়েছে। এই কারণে সার্ভে করে বড় ও মাঝারি আকারের ৫৯ টি রেন্টি কড়ই গাছ চিহিৃত করা হয়েছে। যা ৭১ হাজার টাকা সর্বোচ্চ দরদাতা হিসেবে কুষ্টিয়ার মেসার্স বকুল এন্টারপ্রাইজ লিঃ নিকট বিক্রয় করা হয়েছে। কিন্তু মরা ও শুকনো গাছের সঙ্গে ঠিকাদারের লোকজন সতেজ ও সুস্থ্য কিছু গাছও কেটে ফেলেছে। যা ঈশ্বরদী প্রশসান উদ্ধার করে স্থানীয় একটি স’ মিলে রেখেছে।

গাছ কাটার বিষয়ে ঈশ্বরদীর বিশিষ্ট পরিবেশবিদ প্রাইমারি কালচার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক মোশাররফ হোসেন মুসা বলেন, মানুষের জায়গায় সরকারীভাবে গাছ লাগানো হয় না। অপরিকল্পিতভাবে সরকারী জায়গায় গাছ লাগানো হয়। ফলে নগরায়ন, রাস্তা নির্মাণ বা সম্প্রসারণ এবং বৈদ্যুতিক তার টানার জন্য গাছ কেটে ফেলা হয়। এটা পরিবেশের জন্য খুবই হুমকি। এই কারণে পরিকল্পিতভাবে গাছ লাগানোর বিকল্প নেই।

সড়ক ও জনপথ অধিদপ্তর পাবনার নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বলেন, রাস্তা সম্প্রসারণের কাজে সমস্যা হওয়ায় ঈশ্বরদীর আলহাজ্ব ট্রাফিক মোড় ও আলোবাগ মোড়ের তেলপাম্প সংলগ্ন বটবৃক্ষ দুটি কেটে ফেলা হচ্ছে। বটবৃক্ষ দুটি না কাটা হলে রাস্তা সম্প্রসারণ কাজ করা সম্ভব হচ্ছে না।

রাজশাহী আরবরি কালর্চারালের এসডিই গোবিন্দ গেইন বলেন, দরপত্রের মাধ্যমে শুকনো ও মরাগাছ কাটার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। তাজাগাছ কাটার বিষয়টি দুঃখজনক। ঠিকাদার যেনো কোনভাবে সতেজ ও সুস্থ গাছ কাটতে না পারে সেইটা আটকাতে হবে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ বলেন, মহাসড়কের মরা ও শুকনো গাছের পরিবর্তে তাজা,সতেজ ও সুস্থ গাছ কেটে ফেলার খবরটি শুনেছি। বিষয়টিতে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার