Top

দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

১৮ জুন, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মা লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৩৫ বারে ৪৬ লাখ ৮২ হাজার ৩৮৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৬৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬২ শতাংশ । কোম্পানিটি ৭২৮ বারে ২৩ লাখ ৫৪ হাজার ৫২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৯৩ লাখ টাকা।।

তালিকার ৩য় স্থানে থাকা মাইডাস ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ১৫২ বারে ১ লাখ ৭২ হাজার ৬০৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্স পিপির ৬.৬৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৬.২৫ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৫.৯৩ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৫.২০ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৪.৭৪ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৭০ শতাংশ এবং মেঘনা সিমেন্টের ৪.৫৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার