Top

কালিয়ায় আ’লীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ থানায় মামলা

১৯ জুন, ২০২৩ ১১:৩৮ পূর্বাহ্ণ
কালিয়ায় আ’লীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ থানায় মামলা
নড়াইল জেলা প্রতিনিধি। :

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৫জুন সন্ধ্যায় উপজেলার বাগুডাঙ্গা বাজারের ওই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষে ৩৯ জনকে আসামী করে একটি মামলা দাযের হয়েছে। শনিবার বিকালে উপজেলার নড়াগাতি থানায় মামলাটি দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পহরডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বাগুডাঙ্গা গ্রামের মো.বায়েজিদ মোল্যা এবং একই গ্রামের ও ইউনিয়নের সদস্য আওয়ামী লীগ কর্মী মো.আমিনুর কাজী গ্রুপের মধ্যে গত কিছু দিন যাবত বিরোধ চলে আসছিল। তারই মধ্যে গত ১১ জুন সকালে বায়েজিদের নেতৃত্বে ওই বাজারের পাশে একখন্ড সরকারি জমিতে ‘বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের নির্ধ্বারিত স্থান’ বলে একটি সাইনবোর্ড টাঙ্গালে প্রতিপক্ষের লোকজন বায়েজিদের বিরুদ্ধে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের নাম ভাঙ্গিয়ে সরকারি জমি দখলের অভিযোগ তুললে গ্রামটিতে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ১৫ জুন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাগুডাঙ্গা বাজারের দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় ঘন্টাব্যাপি চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। ঘটনাটিতে আমিনুর কাজী গ্রুপের মো.রবিউল কাজী বাদি হয়ে নয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫/৩০ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।

এবিষয়ে নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন, একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার