Top

দর পতনের শীর্ষ তালিকায় বীমা খাত

২০ জুন, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ
দর পতনের শীর্ষ তালিকায় বীমা খাত
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৪০২ বারে ২৫ লাখ ৫০ হাজার ৫১১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ কোটি ২১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৯৬৮ বারে ১২ লাখ ৯৩ হাজার ৭৮৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৮ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৯১ বারে ৬ লাখ ৪২ হাজার ৭৪৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ১৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে – ফার-ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৫৩ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৫.০৯ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৪.৮৫ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৪.৭২ শতাংশ, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ৪.৭০ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৪.৩১ শতাংশ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের ৪.২০ শতাংশ শেয়ার দর কমেছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

 

শেয়ার