ঝিনাইদহে শৈলকূপা উপজেলার হাটবাজারে কাঁচামরিচের দাম আকাশছোঁয়া। প্রতিকেজি কাঁচা মরিচ ৯ শ’ থেকে এক হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
গত শনিবার শৈলকূপা হাটে যেয়ে দেখা গেছে, কাঁচামরিচের প্রকট সঙ্কট। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, কৃষকরা বৃষ্টি না হওয়ার কারণে মরিচের ফলন অনেক কম হয়েছে। ওই কারণে ঈদের আগে থেকেই কাঁচামরিচের দাম বাড়তে শুরু করেছে। বর্তমানে বাজারে কাঁচামরিচের তীব্র সঙ্কট রয়েছে।
কাঁচামরিচ ব্যবসায়ী কামাল হোসেন জানান, বগুড়া জেলাসহ বিভিন্ন জায়গা থেকে শৈলকুপায় কাঁচামরিচ আসে। কিন্তু এখন সেখান থেকে মরিচ আসছে না। এ কারণে কাঁচামরিচের দাম বেড়েছে।
এদিকে কাঁচামরিচের দাম বাজারে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় এ পণ্যটি জনসাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তারা কাঁচমরিচের পরিবর্তে বাজার থেকে শুকনা মরিচ কেনার দিকে ঝুঁকে পড়ছে।
কাঁচাবাজার করতে আসা জাহিদ নামের এক ব্যক্তি বলেন, ১ শ’ গ্রাম কাঁচামরিচ কিনলাম ১০০ টাকা দিয়ে, যা আমার জীবনে নজিরবিহীন।
এব্যাপারে শৈলকূপা উপজেলার হাটফাজিলপুর গ্রামের মরিচ চাষী বকুল জানান, বৃষ্টি না থাকার কারণে গাছ শুকিয়ে গেছে, অনেক গাছ মরেও গেছে। এ কারণে গাছে মরিচ নেই। তবে নতুন করে গাছে মরিচ ধরছে, তাড়াতাড়িই বাজারে কাঁচামরিচের দাম কমে যাবে।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান জানান, ‘শৈলকুপায় কাঁচামরিচের আবাদ খুব কম হয়, এখানে বাইরের মরিচ আসে। তবে অনাবৃষ্টির কারণে মরিচের তীব্র সঙ্কট দেখা দিয়েছে বলে আমি মনে করি।’