Top

সুনামগঞ্জে কমছে নদীর পানি,স্বস্তিতে হাওরবাসী

০৫ জুলাই, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ
সুনামগঞ্জে কমছে নদীর পানি,স্বস্তিতে হাওরবাসী
সুনামগঞ্জ প্রতিনিধি:: :

সুনামগঞ্জের আকাশে রোদের দেখা মিলেছে। তবে মাঝে মাঝে আকাশ মেঘলা হয়ে নামে বৃষ্টি। সপ্তাহখানেক টানা বর্ষণে নদ-নদীর পানি বাড়লেও রোদের দেখা মিলায় পানি কমতে শুরু করেছে। মানুষের মনে ফিরছে স্বস্তি। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, বুধবার দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার বিপৎ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

গতকাল একই সময়ে এখানে পানি ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপরে রয়েছে। নদ-নদীর পানি কমলেও জেলার কয়েকটি উপজেলার নিম্মাঞ্চলে পানি থাকায় মানুষের ভোগান্তি বেড়েছে। টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে জেলার নিম্মাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। বন্যার আতংকে অন্যত্র আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মানুষজন। গেলবারের বন্যা আতংক থেকে এ প্রস্তুতি নিচ্ছিলেন তারা। ধীরে ধীরে পানি কমায় আতংক অনেকটাই কেটে গেছে।

জেলার শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ জানান, বন্যা পরিস্থিতির আশংকা থাকায় আমরা দুর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছি। বিভিন্ন গ্রামে রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এখন আকাশে রোদের দেখা মেলায় পানি কমতে শুরু করেছে। এলাকার মানুষজনের মধ্যে ভীতি আর নেই। বলা যায় এক রকম স্বস্থিতেই আছেন। তারপরেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে উপজেলা প্রশাসন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানিয়েছেন, বৃষ্টি না হলে পানি আরও কমবে। তবে হালকা ও মাঝারি বৃষ্টির পুর্বাভাস আছে। হাওর-নদী এখন পানিতে পরিপূর্ণ। তাই ভারী বৃষ্টি ও উজানের ঢল নামলে পানি আবারও বাড়তে পারে। তবে বড় বন্যার কোনো আশঙ্কা নেই। সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বাড়লেও সুনামগঞ্জের কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। যদি এ রকম পরিস্থিতি হয়, সেটি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া আছে।

শেয়ার