Top
সর্বশেষ
গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি

দেশের বস্ত্র খাতে বিনিয়োগ বাড়াতে চায় চীন

০৫ জুলাই, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ
দেশের বস্ত্র খাতে বিনিয়োগ বাড়াতে চায় চীন
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতে বিনিয়োগ বাড়াতে চায় চীন। এ লক্ষে ঢাকা সফররত চায়না চেম্বার অফ কমার্স ফর ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ টেক্সটাইলের (সিসিসিটি) একটি প্রতিনিধি দল বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার উত্তরাস্থ বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত বৈঠকে চীনা ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যরা এ অভিমত ব্যক্ত করেন।

সিসিসিটির চেয়ারম্যান কাও জিয়াচং এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিজিএমইএ পরিদর্শন করে। সফরকালে তারা বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও সহ-সভাপতি শহিদউল্লাহ আজিমের সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি বাংলাদেশ ও চীনের মধ্যকার টেক্সটাইল ও পোশাক খাতের বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতার সম্ভাব্য সুযোগগুলো নিয়ে আলোচনা করেন ।

প্রতিনিধিদলে অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন সিসিসিটি-এর সদস্যপদ বিভাগের পরিচালক ডিএআই কেশেং, আন্তর্জাতিক বিষয়ক বিভাগ এর জং লু, হেবেই টেক্সটাইল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোং লিমিটেডের চেয়ারম্যান এলআই জেফেং, হেবেই টেক্সটাইল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোং লিমিটেডের সাপ্লাই চেইন ম্যানেজার ডিইউ টিয়ান, জিয়াংসু মনোপ কোং লিমিটেডের চেয়ারম্যান কিন হংচাও, জিয়াংসু গুওতাই হুয়াশেং ইন্ডা. কোং লিমিটেডের ভাইস কান্ট্রি ম্যানেজার জিই ঝেনিউ মাইক।

বৈঠকে পোশাক শিল্পের বর্তমান বাজার পরিস্থিতি, বৈশ্বিক প্রবণতা, চ্যালেঞ্জসমূহ ও সুযোগসহ বিভিন্ন বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সন্ধানে উভয় পক্ষ কীভাবে একসাথে কাজ করতে পারে এবং পারস্পরিক সুবিধা অর্জনের উপায়সমূহ নিয়ে তারা আলোচনা করেছে।

সৈয়দ নজরুল ইসলাম উচ্চ-মূল্যের পণ্য, বিশেষ করে বাংলাদেশের কৃত্রিম তন্তু বা ম্যানমেইড ফাইবার ভিত্তিক পোশাক উৎপাদনের বিষয়টি তাদের নিকট তুলে করেন। জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশকে সহায়তার কথা তিনি প্রতিনিধিদলটিকে বলেন এবং এ বিষয়ে চীনের সহায়তা চান।

ম্যানমেইড ফাইবার, ডাইস, কেমিক্যালস, টেক্সটাইল যন্ত্রপাতি এবং অন্যান্য কাঁচামালের প্রধান সরবরাহকারী হিসেবে চীন বাংলাদেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পারে। আলোচনাকালে বিজিএমইএর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, চীন বাংলাদেশ থেকে আরও তৈরি পোশাক আমদানি করতে পারে।

তিনি বাংলাদেশে ম্যানমেইড টেক্সটাইলে বিনিয়োগের জন্য চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানান। সুতরাং এটি বাংলাদেশ এবং চীন উভয়ের জন্যই লাভজনক পরিস্থিতি তৈরি করবে।

শেয়ার