Top

সুনামগঞ্জ বন্যা পরিস্থিতি উন্নতির আশা

০৬ জুলাই, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ
সুনামগঞ্জ বন্যা পরিস্থিতি উন্নতির আশা
সুনামগঞ্জ প্রতিনিধি:: :

সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে উজানে ভারী বৃষ্টিপাত না হওয়ায় এমনটা আশা করছেন হাওরাঞ্চলের মানুষজন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, সুনামগঞ্জ জেলার চলমান বন্যা পরিস্থিতির ক্রম-উন্নতি হতে পারে।

তবে উজানে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আগামী ২৪ ঘণ্টায় নদীর পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

এবংকিছু নিম্মাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সুনামগঞ্জের সুরমা নদীর পানি এখন বিপদসীমার ৩০সে: মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর পানি ৮৪ সে: মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শেয়ার