যশোর জেলা ডিবি পুলিশ বিদেশি পিস্তল -গুলি, ম্যাগজিন ও মাদক সহ ৩ মাদক ও অস্ত্র ব্যবসায়ী কে আটক করেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে যশোরের মনিরামপুর উপজেলার উত্তর খেদাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন ডিবির চৌকষ একটি দল।
আটককৃতরা হলো-মণিরামপুর উপজেলার উত্তর খেদাপাড়া গ্রামের মৃত মোকসেদ মাস্টারের ছেলে আবু সিনহা (৪২), একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে হাফিজুর রহমান (৩২) ও খেদাপাড়া বৈদ্যনাথ তলা গ্রামের আব্দুল হালিমের ছেলে মাহাবুর রহমান (২৫)। এ সময় আবু সিনহার বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।
যশোর জেলা ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার বলেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে গোপন খবর ছিলো আবু সিনহার বাড়িতে অস্ত্র-গুলি নিয়ে অবস্থান করছে একটি মাদকচক্র ও অবৈধ অস্ত্র গুলি বিক্রেতারা। এমন খবরের ভিত্তিতে গত বৃহস্পতিবার গভীর রাতে আবু সিনহার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ,দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৫০ পিস ইয়াবা সহ তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা জানায় দীর্ঘদিন যাবত তারা এই অবৈধ অস্ত্র-গুলি ও মাদক বিক্রি করে আসছে। এ ঘটনায় মনিরামপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলেও জানান যশোর জেলা ডিবি পুলিশের এই কর্মকর্তা।