বিদায়ী সপ্তাহে সূচকের উত্থানে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। তবে সপ্তাহটিতে ৬২৭ কোটি ৩১ লাখ টাকার বাজার মূলধন কমেছে।
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭১ হাজার ৫২৯ কোটি ৪ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৭১ হাজার ৩৩১ কোটি ৫ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৬২৭ কোটি ৩১ লাখ টাকা কমেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে৩ হাজার ৫৮৫ কোটি ৭৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ৯৫৮ কোটি ৪৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৬২৭ কোটি ২৭ লাখ টাকা বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭৫ পয়েন্টে এবং ২ হাজার ১৯১ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ২৯৮ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯০ টির, কমেছে ২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৫ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৪ কোটি ৯৩ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ২৬৯ কোটি ২৯ লাখ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে ১৮৪ কোটি ৩০ লাখ টাকার।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২০ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ৩১১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৯টির দর বেড়েছে, ৯১টির দর কমেছে এবং ১৪১ টির দর অপরিবর্তিত রয়েছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস