ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩৮ দশমিক ৯৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯৯ কোটি ৬১ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৯ কোটি ৯২ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক অক্সেসরিজের শেয়ার দর বেড়েছে ৩৬ দশমিক ৩৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬১ কোটি ১৯ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ২৩ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার দর বেড়েছে ৩৬ দশমিক ১৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২০৮ কোটি ৪৭ লাখ ৩১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪১ কোটি ৬৯ লাখ ৪৬ হাজার ২০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ঢাকা ডাইংয়ের ২১.৮০ শতাংশ, জেনারেশন নেক্সটের ২১.৬৭ শতাংশ, রূপালী ব্যাংকের ১৬.৬৭ শতাংশ, রূপালী লাইফের ১৬.১৯ শতাংশ, সিমটেক্সের ১৩.৮২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১১.৭৮ শতাংশ এবং ইউনিয়ন ক্যাপিটালের ১১.২৬ শতাংশ।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস