ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২২ দশমিক ৩৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১ কোটি ৬০ লাখ ৫৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩২ লাখ ১১ হাজার ২০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সুহৃদ ইন্ডাস্টিজের শেয়ার দর কমেছে ১৯ দশমিক ৭৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৫ লাখ ৫৩ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আরএসআরএমের শেয়ার দর কমেছে ১২ দশমিক ৪৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২ কোটি ২৩ লাখ ২৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৪ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– মুন্নু এগ্রোর ১১.২৮ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১০.৯৫ শতাংশ, ইয়াকিন পলিমারের ১০.৫১ শতাংশ, ঢাকা ইন্সুরেন্সের ৯.৩৬ শতাংশ, ওয়াইম্যাক্সের ৮.৯৮ শতাংশ, বঙ্গজের ৮.৬৬ শতাংশ এবং সেন্ট্রাল ফার্মার ৮.৫৩ শতাংশ।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস