Top

দর বৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং ফুড

০৯ জুলাই, ২০২৩ ৪:০৩ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং ফুড
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫৭৩ বারে ৯৬ লাখ ৬ হাজার ৬৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩২ কোটি ৯৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৫৬৮ বারে ১২ লাখ ৯০ হাজার ১৭৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ২ লাখ টাকা।।

তালিকার ৩য় স্থানে থাকা ঢাকা ডাইংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৭৪ বারে ৩৪ লাখ ৪০ হাজার ৫৯৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৮৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিংয়ের ৯.৮৩ শতাংশ, ফু-ওয়াং সিরাামিকের ৭.৭৮ শতাংশ, ইয়াকিন পলিমারের ৯.৭১ শতাংশ, জেনারেশন নেক্সটের ৯.৫৮ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের ৯.৩৫ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৯.১৬ শতাংশ এবং দেশবন্ধু পলিমারের ৮.৮৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার