Top

সুনামগঞ্জে যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

১০ জুলাই, ২০২৩ ১০:৩৪ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ
সুনামগঞ্জ প্রতিনিধি: :

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যেগে তারুণ্যের জয় যাত্রা মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে সুনামগঞ্জ জেলা যুবলীগ আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু খন্দকার মনজুর আহমেদ, এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, যুবলীগ সাংগঠনিক সম্পাদক ডঃ রেজাউল কবির, উপ সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণ, নির্বাহী সদস্য এ্যাডভোকেট গোলাম কিবরিয়া, সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, সুনামগঞ্জ যুবলীগ সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাশ, সীতেশ তালুকদার মঞ্জু,। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার ১২ উপজেলার যুবলীগ সভাপতি,সম্পাদক সহ দলীয় নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে আওয়ামীলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন। সমাবেশ শুরুর আগে বিভিন্ন এলাকার খন্ড খন্ড খন্ড খন্ড মিছিল আসতে শুরু করে । এক সময় বিশাল মহাসমাবেশে পরিণত হয়। বক্তরা বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার সূ যোগ্য নেতৃত্বে দেশ এক অনন্য উচ্চতায় চলে গেছে। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগুচ্ছে। সারাদেশে উন্নয়ন হচ্ছে আর পাশাপাশি বিএনপি জামাত দেশে সন্ত্রাস নাশকতার জন্ম দিতে অপচেষ্টা করছে। নেতৃবৃন্দ তাদের হুশিয়ারী দিয়ে বলেন আর যদি কোন বাড়াবাড়ি করেন দাতঁ ভাঙ্গা জবাব দেয়া হবে। আগামী নির্বাচন এই সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনেই হবে।

শেয়ার