মিয়ানমারের অভ্যুত্থানের বিরুদ্ধে জনগণের বিক্ষোভে হামলায় দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন। জরুরি সেবা বিভাগের কর্মীদের বরাত দিয়ে শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এর আগে নেপিদুতে ৯ ফেব্রুয়ারির বিক্ষোভে মাথায় গুলিবিদ্ধ তরুণী মেয়া থুই থুই খাইং শুক্রবার মারা যান। অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলাকালে এটাই ছিল প্রথম মৃত্যু।
পারাহিতা দারহি নামের জরুরি সেবা সংস্থার স্বেচ্ছাসেবক নেতা কো অং বলেন, ‘২০ জন আহত হয়েছে এবং দুজন নিহত হয়েছে।’
১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাাবাহিনী। নতুন নির্বাচন অনুষ্ঠান এবং বিজয়ীদের হাতে ক্ষমতা হস্তান্তরে প্রতিশ্রুতি দিলেও অভ্যুত্থানের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ অব্যাহত আছে।
সেনা শাসনের অবসান ও গৃহবন্দি নেতা অং সান সু চির মুক্তি দাবিতে শনিবার মিয়ানমারের বিভিন্ন শহরে শনিবার বিক্ষোভ হয়েছে। এদিনের বিক্ষোভে জাতিগত সংখ্যালঘু, কবি ও পরিবহন শ্রমিকরা একাত্মতা প্রকাশ করে। মান্ডালেতে কিছু বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে গুলতি মারে। এর জবাবে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে। তবে এগুলো তাজা গুলি নাকি রাবার বুলেট ছিল তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মান্ডালে জরুরি সেবা বিভাগ জানিয়েছে, নিহতদের এক জনের মাথায় গুলিবিদ্ধ হয়েছিল।
এক স্বেচ্ছাসেবক চিকিৎসক বলেছেন, ‘এক জন ঘটনাস্থলেই মারা গেছেন। বুকে গুলিবিদ্ধ অপর জনের পরে মৃত্যু হয়।’