সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৮১ বারে ৪৯ লাখ ১৭ হাজার ৮৬৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৪৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা কেয়া কসমেটিক্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ০৬ শতাংশ । কোম্পানিটি ৩ হাজার ৯৯০ বারে ২ কোটি ১৭ লাখ ৬১ হাজার ৭২০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৪৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সি পার্ল হোটেলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৭৩ শতাংশ । কোম্পানিটি ৪ হাজার ৫১৩ বারে ১২ লাখ ৪৯ হাজার ৬২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৮ কোটি ৩৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিগ্যাসী ফুটওয়্যারের ৫.০৬ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৪.৮৯ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৩.৫০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৩.৩৩ শতাংশ, সিলকো ফার্মার ২.৯০ শতাংশ, ইন্দো বাংলা ফার্মার ২.৮৪ শতাংশ এবং ফার কেমিক্যালের ২.৭২ শতাংশ শেয়ারদর বেড়েছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস