যশোর শহরের ৭নং পৌর ওয়ার্ড এলাকার হরিজন পল্লী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ১২ চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। গত রবিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃতদের কাছ থেকে ২৪২ পিস বডি স্প্রে, ২০১১ পিস ফেইস ওয়াস, ৯৪ পিস তেল, ১৬১৬ পিস শন পাপড়ী, ৫২০ পিস নেহা মেহেদী, ২৫২ পিস কোলগেট পেস্ট, ৬০৮০ পিস বিভিন্ন ধরনের ক্রিম, ২০০ পিস ডাব সাবান , ৮১ পিস শ্যাম্পু উদ্ধার করেছে র্যাব।
আকটকৃতরা হলো পাবনা জেলার সাথিয়া থানার নাগ ডেমরা গ্রামের সফির প্রামানিক এর ছেলে মোঃ সরোয়ার হোসেন (৪৩),খুলনা জেলার সোনাডাঙ্গা মডেল থানার আরবপুর গোরাপাড়া গ্রামের শুকুমার দাস এর ছেলে শুভ দাস (২৫),খুলনা জেলার সোনাডাঙ্গা মডেল থানার সোনাডাঙ্গা গ্রামের শুভ দাস এর স্ত্রী
টুম্পা দাস(২৩),যশোর শহরের ঘোপ নওয়াপাড়ার মোঃ সবুজ হাং এর স্ত্রী মোসাঃ জোসনা খাতুন(৩২), যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় মধ্যপাড়ার মৃতঃ আলি হোসেন এর মেয়ে শিল্পী বেগম(৪৮), যশোরের শহরের হরিজন কলোনীর মৃতঃ রাম কুমার দাস এর স্ত্রী রীনা রানী দাস(৪৮),যশোর শহরের রেলবাজার সুইপার কলোনীর রাম কুমার দাস এর ছেলে দিপুকুমার দাস(২৬),যশোর শহরের রেলগেট কলাবাগনপাড়ার মোঃ আবু তাহেরের স্ত্রী মোসাঃ সালমা বেগম(৫০),যশোর শহরের রেল গেট পশ্চিম পাড়ার মৃতঃ সালাম হাওলাদারের মেয়ে মোসাঃ ফুলি বেগম (৪২,যশোরের অভয়নগর উপজেলা নওয়াপাড়া গ্রামের মোঃ হাশেম আলীর স্ত্রী মোসাঃ লিলি বেগম(৪০), যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবের গ্রামের আব্দুর নুর রিপনের স্ত্রী মোসাঃ রুপালী খাতুন(৩২) ও একই এলাকার মোঃ নাজমুল হোসেনের স্ত্রী মোসাঃ কুলসুম খাতুন(২৩)।
সোমবার দুপুরে র্যাব-৬ সিপিসি-৩ যশোরের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এর স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। প্রেস রিলিজে আরও জানানো হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাকারবারিরা জানান তারা দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী দেশ ভারত হতে অবৈধ পথে ভারতীয় মেহেদী, তেল, সাবান, শ্যাম্পু, বডি স্প্রে, ফেস ওয়াশ,পেস্ট সহ ভারতীয় প্রসাধনী পণ্য-সামগ্রী বাংলাদেশে এনে যশোর সহ দেশের বিভিন্ন প্রান্তে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।এছাড়াও চোরাচালানের বিরুদ্ধে র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।