পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে ‘এমভি সাগরকান্তা’ নামের একটি মাদার ভ্যাসেল। এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর ছেড়ে আসে এ জাহাজ।
জাহাজটি ৩৭ হাজার ১৩৩ মেট্রিক টন কয়লা নিয়ে গত সোমবার বিকেলে বন্দরের আউটারেজে পৌঁছায়। মঙ্গলবার সকালে এ জাহাজটি বন্দরের ইনার অ্যাংকোরেজে নিয়ে আসা হয়। বর্তমানে চলছে লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম। কিছু কয়লা খালাস শেষে জাহাজটি মঙ্গলবার বিকেলে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসার কথা রয়েছে।
সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটির দৈর্ঘ্য ১৯৯.৯৮ মিটার ও প্রস্থ ৩২.২৬ মিটার। কয়লা সঙ্কটের কারণে কিছুদিন বন্ধ থাকা তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি পঞ্চম জাহাজ তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হওয়ার পর পাঁচটি জাহাজে প্রায় ১ লাখ ৯০ হাজার মেট্রিক টন কয়লা এসেছে।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানিয়েছেন,বন্দরে একের পর এক জাহাজ আসছে। এ মাসে আমাদের বন্দরে সারবাহী জাহাজ আসার কথা রয়েছে। এমভি সাগরকান্তা গতকাল আউটারে আসে। আজ সকালে বন্দরের পাইলট জাহাজটি ইনার অ্যাংকোরেজে নিয়ে এসেছে।