Top

৪ কেজি গাঁজাসহ যুবক আটক

১১ জুলাই, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ
৪ কেজি গাঁজাসহ যুবক আটক
ভোলা প্রতিনিধি :

ভোলার ইলিশায় ৪ কেজি গাঁজাসহ মো.আরিফ (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত সোমবার সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ ইলিশা ফেরীঘাট থেকে তাকে আটক করা হয়।

আটক মো. আরিফ চট্রগ্রাম জেলার পাহাড়তলী থানার, ঈদগাহ কাঁচা রাস্তা, ঝর্নাপাড়া, ১২নং ওয়ার্ডের মৃত আঃ কাদেরের ছেলে। পুলিশ জানিয়েছেন সে আন্তঃজেলা মাদক চোরাকারবারী দলের সক্রিয় সদস্য। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা বলেন, গত সোমবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম মোস্তফা, এএসআই রিপনসহ সঙ্গীয় ফোর্স সহ ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. আরিফ নামের এক যুবকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার