সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি আবারও অবনতি হচ্ছে। হাওর, নদীতে বাড়ছে পানি। নিম্মাঞ্চল প্লাবিত হচ্ছে। বন্যার আশংকায় মানুষজন চিন্তায় পড়ে গেছেন।
জানা গেছে উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জ হাওরাঞ্চলে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। পাউবো সুত্রে জানা যায়,সুনামগঞ্জ ষোলঘর সুরমা নদীর পানি ১০ সেঃমি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এবং ছাতকে বিপদসীমার ৯৪ সেঃমি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খবর নিয়ে জানা গেছে বিশ্বম্ভরপুর সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।এবং জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
দোয়ারাবাজার, তাহিরপুর বিশ্বম্ভরপুর,দক্ষিণ সুনামগঞ্জ,দিরাই ও শাল্লা এই সমস্ত উপজেলার নিম্নাঞ্চলে এখন পানি বাড়তে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী মামুন হাওলাদার জানান,পাহাড়ি ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে হাওর লাকার নিম্মাঞ্চল প্লাবিত হবে।এবং স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।